গামছার গহনা

গামছার গহনা

Jewellery

গামছা গহনা মূলত গামছার দিয়ে তৈরি করা হয় আর গামছা তৈরি হয় মূলত  তাঁতের মাধ্যমে  এটি বাঙ্গালীদের একটি ঐতিহ্যবাহী গহনা  নামে পরিচিত।এই গহনা তৈরি করতে হলে প্রথমেই মাপ অনুযায়ী কেটে তারপরে ভেতরে তোলা দেওয়া হয় কখনো কখনো পুতি ও ব্যবহার করা হয় এবং সুই সুতা দিয়ে সেলাই করা হয় কখনো কখনো এই গহনার সৌন্দর্য বাড়ানোর জন্য এতে করি পয়সা মাদুলি ব্যবহার করা হয়। এই গহনাগুলো মূলত বিশেষ দিবস এই বেশি পরিচিতি লাভ করে এবং আমাদের দেশের কবি সাহিত্যিক শিক্ষক এই শ্রেণীর মানুষই বেশি পছন্দ করে। এই গামছার জন্য জনপ্রিয় মডেল বিবি রাসেলের নাম সবার আগে চলে আসে এবং তিনি মূলত প্রথমেই এ গামছা দিয়ে শাড়ি গামছা দিয়ে ব্যাগ এবং গামছা দিয়ে যাবতীয় সবকিছু তৈরি করা শুরু করেন। তাকে অনুসরণ করেই মূলত গামছার গহনা তৈরি প্রচলন শুরু হয়। বর্তমানে বাংলাদেশে রিমা খাতুন নামের নামের একজন ট্রেইনার এই গহনার প্রশিক্ষণ দিয়ে থাকে এবং সম্পূর্ণ ইউনিক ভাবে গামছার গহনা তৈরি করে থাকে।