হলুদের গহনা

হলুদের গহনা

Jewellery

বিয়ে মানেই হলুদ আর হলুদ মানেই হলুদের গহনা তারা যেন নতুন বউকে বউ বউ মনে হয়না আর এই হলুদের গহনা তৈরিতে সবচেয়ে বেশি অবদান রাখছে তারা হচ্ছে বর্তমানে আমাদের দেশের উদ্যোক্তারা গহনা তৈরিতে মূলত যে সকল উপকরণ লাগে তার মধ্যে রয়েছে ফ্রম ফুল সুই-সুতা এবং ব্লুগান এছাড়া রয়েছে নানা ধরনের প্লাস্টিকের ফুল কাচাফুল তবে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে হলুদের গহনা এছাড়াও মেটালের হলুদের গহনা। এই হলুদের গহনা বানিয়ে বেশকিছু নারীরা তাদের উদ্যোগটা জীবনে সফলতা নিয়ে এসেছে এবং হলুদের গহনা মূলত যে সময়ের সবচেয়ে বেশি চলে তা হলো গিয়ে পাবনার খুব চাহিদা দেখা যায়। হলুদের গহনার উপকরণগুলো মূলত বাংলাদেশের চকবাজারে এছাড়াও মিরপুরের 111 নাম্বারে করে নেওয়া যায় এই হলুদের গহনার উপকরণ এবং তৈরি করার নিয়ম হচ্ছে রিবন দিয়ে তৈরি করতে হবে এবং এ সকল উপকরণ শেখার জন্য বর্তমানে বাংলাদেশের রয়েছে বাংলাদেশি রয়েছে বেশ কয়েকটি প্রশিক্ষণ সেন্টার তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেনিং সেন্টার তা হলো নারীর স্বনির্ভরতায় প্রশিক্ষণ কর্মসূচী অর্থাৎ সেট এখানে হলুদের গহনা সহ অন্যান্য গহনা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।